লুৎফর রহমান স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ দৌলতপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার ৩০শে ডিসেম্বর দুপুর ১২ঘটিকার সময় দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর সালাম।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজোটের মনোনীত প্রার্থী মানিকগঞ্জ -১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য মোঃ জহিরুল আলম রুবেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা।অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাচামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুর রহমান মুক্তা, জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক,কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী প্রমুখ।