ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

কৃষি মন্ত্রীর বক্তব্যতেই প্রমাণ করে সরকার পরিকল্পিত ভাবে বিএনপির নেতাকর্মীদের জেলে আটকে রেখেছে- এফ এল হারুন


ডিসেম্বর ১৯, ২০২৩ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান প্রতিবেদকঃ আওয়ামিলীগের সদস্য মন্ডলির সদস্য ও কৃষি মন্ত্রী ডা. আব্দুর রাজ্জাকের বক্তব্যতেই প্রমাণ করে আওয়ামিলীগ পরিকল্পিত ভাবে বিএনপির নেতাকর্মীদের জেলে আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মোহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া।তিনি জানান, আওয়ামিলীগ বিএনপিকে ভয় পায়। এজন্য একতরফা নির্বাচনের নীলনকশা আঁকতেই আমাদের ২০থেকে ২৫ হাজার নেতাকর্মীকে আটকে রেখেছে।তাছাড়া লক্ষাধিক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ঘরের বাইরে রেখেছে। তিনি আরও বলেন, গত ১৬ ই ডিসেম্বর বিএনপির বিজয় র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিই প্রমাণ করে গণগ্রেফতার ও গুম খুন করেও আওয়ামিলীগ বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা।তিনি অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ও ফরমায়েশী রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।উল্লেখ্য, বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার ও মুক্তির বিষয়ে দেয়া কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রোববার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে ড. রাজ্জাক বলেছিলেন, ‘এক রাতে সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। দলটির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ছাড়া গত্যন্তর ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি।’ অপরদিকে, ড. রাজ্জাকের এই বক্তব্যকে তার ব্যক্তিগত মত উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া দল নয়। বিএনপি’র দাবির সুরেই ড. আব্দুর রাজ্জাক ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের যে তথ্য দিয়েছেন সে বিষয়ে অবশ্য ভিন্নমত প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা আমরা স্বীকার করি না। ড. রাজ্জাক যে প্রস্তাবের কথা বলেছেন, এমন কোনো প্রস্তাব সরকার বিএনপিকে দেয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।