ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

প্রবাসী রায়হানের রঙিন স্বপ্ন প্রথম রজনীতে শেষ হয়ে গেলো


নভেম্বর ৫, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধিঃ  মানুষের মৃত্যু এমনিতেই হৃদয় বিদারক, কিন্তু রায়হানের মৃত্যু সকল বেদনাকে ছাপিয়ে গেছে, প্রবাস জীবন শুরুতেই শেষ হয়ে গেলো সকল স্বপ্ন, প্রথম রজনীতে শেষ নিশ্বাস ত্যাগ করলো রায়হান- (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নাম রায়হান, বয়স মাত্র ২২ বছর, পিতা- মৌরশ আলী, বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। একটা রঙিন স্বপ্ন চোখে ও বুকে নিয়ে মা বাবার আদরের ধন রায়হান শুক্রবার সকাল ৯টায় এসে পৌছায় সৌদি আরবের রাজধানী রিয়াদের হারায়। অতপর, দিনের পর রাত আসলো। প্রবাস জীবনে রায়হানের প্রথম রজনী। হয়তো অন্যান্য প্রবাসীর ন্যায় রায়হানও বুক ভরা আশা আর প্রবাসে আসার আনন্দ নিয়ে নিদ্রায় গিয়েছিল। কে জানতো রায়হানের এটাই চির নিদ্রা। ঘুমের ঘরেই মৃত্যু নামক চরম সত্য এসে মুলাকাত করে তরুন যুবক রায়হানের সাথে। মা বাবার স্বপ্ন, ছোট ভাই বোনের আশা আর তার রঙ্গিন জীবনের লালিত স্বপ্নকে পিছনে ফেলে মহান রবের ডাকে সাড়া দিয়ে যেতে হলো না ফেরার দেশে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।