আপন সরদার: সড়ক দুর্ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন এর স্বরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। জসিম উদ্দিন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি পদে ছিলেন। শোক সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন হাওলাদার, হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, আওয়ামী লীগ নেতা শেখ আব্বাস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আওলাদ শেখ,বাবু সিকদার,হালিম চৌকিদার, সেলিম বেপারী,ইউপি সদস্য শাহিন দেওয়ান,বাবু হাওলাদার, দেলোয়ার সরদার,কাইয়ুম শেখ,নাজমুল ইসলাম, দেলোয়ার মোল্লা প্রমুখ।