ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


অক্টোবর ১১, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ অক্টোবর এই দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা ত্রাণ কর্মকর্তা মো. জুয়েল মিয়া, জেলা আনসার ও ভিডিপি কমান্ডডেন্ট মো. আরিফুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ও ভুমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের প্রদর্শনী দেখানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।