লিমা আক্তার, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্কুলে পরিক্ষা দেওয়ার যাওয়ার পথে রাকিয়া সুলতানা রিয়া (১৬) নামে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তারা।নিহত রাকিয়া সুলতানা রিয়া উপজেলা ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে। সে বাটাজোড় বি এম উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্রী।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় এক বছর আগে নিহত রাকিয়া সুলতানা রিয়ার সাথে প্বার্শবর্তী উপজেলা সখিপুর উপজেলার বগার বাইত এলাকার মানিক মিয়ার ছেলে রিপনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। সে গত ছয়মাস ধরে বাবার বাড়ীতে থাকছে। ঘটনাদিন দুপুরে স্কুলে যাওয়ার সময় বাড়ীর পাশের রাস্তার কুপিয়ে গুরুতর আহত করে ধানক্ষেতে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।ভালুকায় মডেল থানার ইনচার্জ ওসি কামাল হোসেন বলেন কে বা কারা কুপিয়েছে। তদন্ত করা হচ্ছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের প্রেরণ করা হয়েছে।

