নয়ন আলী কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকায় শুক্রবার সকালে মাটির ঘরের দেয়াল চাপা অবস্থায় স্বামী-স্ত্রী দুজনের লাশ উদ্ধার করেছে পরিবার ও এলাকাবাসী।নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলী (৬০) এবং তার স্ত্রী ফালানি বেগম (৫০)।নিহত ইমারত আলী উপজেলা সফিপুর বাজারের চাল ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সারা দেশের মতো উপজেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল গত দুই-দিন যাবত। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতই মাটির ঘরে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় মাটির ঘরটি ভেঙে তাদের উপরে চাপা পড়ে। ঘটনাস্থলেই দেয়াল চাপা পড়ে তারা দুজনেই মৃত্যুবরণ করেন। পরে শুক্রবার সকালে পরিবার ও এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে স্বামী-স্ত্রী দুজনের নিথর দেহ উদ্ধার করেন।স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন দেয়াল চাপায় স্বামী স্ত্রীর নিহতের সত্যতা নিশ্চিত করেন মৌচাক ফাঁড়ির ইনর্চাজ শহিদুল ইসলাম জানান, দেয়াল চাপায় স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

