

স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ৮৩ নং রাজাররচর সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (পহেলা জানুয়ারী) সকালে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদা বেগম লিপি, সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন, মোঃ রিপন, আমজাদ হোসেন,মোঃ সুমন, অভিভাবক আবজাল তাতি, মাইন উদ্দিন সরদার সহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন সরদার বলেন, সময়মতো বই বিতরণ শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে সহায়তা করে। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা নতুন উদ্দীপনায় শিক্ষাবর্ষ শুরু করবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭