স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই দাবি জানান। পোস্টে তিনি লিখেছেন, ‘১ জানুয়ারি ২০২৬! ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। তিনি মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন তাকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার ১৮ দিন পর, ২৮ ডিসেম্বর রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের আসামিরা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি চারজন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন।
সারজিস আলমের দাবির মাধ্যমে দেশে বিচার প্রক্রিয়ার ত্বরান্বিত করার পাশাপাশি হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের গুরুত্বও প্রকাশ পাচ্ছে। তার এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিকভাবে একটি চাপ সৃষ্টি করেছে, যাতে হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং শোকাহত পরিবার ও সাধারণ জনগণের ন্যায়বিচার নিশ্চিত হয়।

