ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলি সম্পাদক সেকান্দার


জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ আলি বেপারী কে সভাপতি ও মোঃ সেকান্দার শেখ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১৭জানুয়ারী) হাসাইল ও পাচগাও ইউনিয়ন কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালীর সাক্ষরিত এই কমিটি গঠন করা হয়।

নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি কৃষকদের ন্যায্য অধিকার আদায়, কৃষি উন্নয়ন, সার–বীজ ও সেচ সুবিধা নিশ্চিতকরণসহ কৃষকবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কৃষক দল আরও সুসংগঠিত হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।