ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল


জানুয়ারি ৬, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) করা হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি বেশ কিছুদিন আগে হঠাৎ করেই ডিজেবল করে দেওয়া হয়। তার দাবি, ভারতবিরোধী অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক বক্তব্যসংবলিত পোস্ট দেওয়ার পর থেকেই তার আইডিকে লক্ষ্য করে একের পর এক কপিরাইট ক্লেইম করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হয়ে যাওয়ায় গত কয়েক দিন তিনি ভক্ত, সমর্থক ও দলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেননি। এতে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও বার্তা প্রচারে কিছুটা বিঘ্ন ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এখন থেকে এই ঘাটতি কাটিয়ে উঠতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজকেই প্রধান যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহার করবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হলেও, ভবিষ্যতে তিনি নিজেই নিয়মিতভাবে এখান থেকে বক্তব্য, সংবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরবেন বলে জানান।

আইডি হারানোর প্রসঙ্গে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তার বক্তব্য ও কার্যক্রম সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন অনুসারীরা সক্রিয়ভাবে ভেরিফায়েড পেজটি শেয়ার করেন এবং সেখানে যুক্ত থাকেন। এতে করে যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং বিভ্রান্তির সুযোগ কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্যক্তিগত ফেসবুক আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যত অনুপস্থিত ছিলেন এনসিপির এই নেতা। ফলে তার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সর্বশেষ এই লাইভের মাধ্যমে তিনি বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেন এবং নতুনভাবে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।