

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।রোববার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর হরষপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে দুইশো গজ ভিতরে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঁচাত্তর হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭