

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় আঠারো লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে।বিজিবি সূত্র জানায়, গত (৩জানুয়ারি) সীমান্ত থেকে আনুমানিক তিন কিলোমিটার ভেতরে চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়া টহলদলটি রাত আনুমানিক তিনটার দিকে একটি বালুভর্তি ট্রাক লক্ষ্য করে।
ট্রাকটি থামানোর সংকেত দিলে তল্লাশী চালিয়ে বালি ভর্তি ট্রাকের মধ্যে বিশেষভাবে লুকানো ভারতীয় জিরা জব্দ করা সম্ভব হয়।জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য আঠারো লাখ টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া, চোরাচালানে জড়িত চক্র শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সহযোগিতা করার আহবান জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭