

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত দুলাল মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তেলিয়াপাড়া গোয়াছনগর গ্রামের মৃত হাজী মোস্তুফা মিয়ার ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গত বছরের ৫ আগস্ট দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বিল্লাল হোসেন বলেন, “বন্দি দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭