

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ জেলার ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন নেতৃত্বে সকাল ১০টা থেকে কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,হবিগঞ্জ জেলার ৪ টি আসনে মোট ২৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত কাজী তোফায়েল আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে স্ট্যাম্পে হলফনামা ও স্বাক্ষরের অনুপস্থিতির কারণে।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ। আফছার আহমদ (স্বতন্ত্র), লুকমান আহমদ তালুকদার (বাসদ) ও মো. নোমান আহমদ সাদীক (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়ন বাতিল হয়েছে ভোটার তালিকা অসম্পূর্ণতা, হলফনামায় তথ্য গোপন ও আবেদন ত্রুটির কারণে।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। মো. শাহিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) বাতিল হয়েছেন আবেদন ত্রুটিপূর্ণ, স্বাক্ষর ও তথ্যগত গড়মিল এবং আয়কর রিটার্ন অনুপস্থিতির কারণে।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ। বাংলাদেশ মুসলিম লীগ, সাংস্কৃতিক মুক্তিজোট, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দলীয় অসঙ্গতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে বাতিল করা হয়েছে।জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭