ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ, সহায়তা পেল এক হাজার শীতার্ত মানুষ


জানুয়ারি ১১, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।‎রোববার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন,এসইউপি, এনডিসি, পিএসসি,এমফিল।
‎‎অনুষ্ঠানে এক হাজার শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‎সেনাবাহিনী সূত্র জানায়, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।