

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাটির নিচ থেকে একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। উপজেলায় এ ধরনের গ্রেনেড উদ্ধারের ঘটনা এই প্রথম। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণপূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছিলাপাঞ্চা মহল্লায় প্রবাসী মহিবুর মিয়ার বাড়ির পাশের একটি কৃষিজমিতে বাউন্ডারি নির্মাণের কাজ চলছিল।
কাজের একপর্যায়ে শ্রমিকরা মাটির নিচে শক্ত বস্তু লক্ষ্য করেন। সন্দেহ হলে মাটি সরিয়ে তারা একটি গ্রেনেড দেখতে পান।এ সময় তারা বাড়ির লোকজনকে বিষয়টি জানান এবং পরে থানায় খবর দেন। বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলেঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনা সদস্যরা এসে বস্তুটি একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান।
পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার ছিলাপাঞ্জা টেকনিক্যাল স্কুলের পাশে খোলা মাঠে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বোম স্কোয়াড) অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, “উদ্ধারকৃত গ্রেনেডটি সেনাবাহিনীর সহায়তায় সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”পুলিশের ধারণা, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবশিষ্ট অস্ত্রশস্ত্রের একটি হতে পারে। বিষয়টি যাচাইয়ে তদন্ত আসতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭