ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬

‎হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের জামিন


জানুয়ারি ৪, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার সকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান তাঁর জামিন মঞ্জুর করেন।
‎‎আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।‎এর আগে শনিবার রাতে পুলিশের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় মাহদী হাসানকে প্রধান আসামি করে মামলা করা হয়। ওই মামলায় আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
‎‎মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে ডিবি পুলিশ আটক করে। পরদিন সকালে তাঁকে আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।‎মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রেপ্তার ও পরবর্তী জামিনের ঘটনায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।