

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে বালুর নিচে লুকানো কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক আটক করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেন।
রাত আনুমানিক ২টার দিকে একটি বালুবাহী ট্রাক সন্দেহজনকভাবে আসতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন।পরবর্তীতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের বালুর নিচে অভিনব কায়দায় লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি। এসব অবৈধ পণ্য পরিবহনের সময় ট্রাকসহ তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়া, চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭