ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ জন


জানুয়ারি ১৩, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
‎‎মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারপুর গ্রামের গফুর আলীর ছেলে আমজদ মিয়ার পক্ষ ও আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।
‎সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
‎‎খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।‎বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন,  “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।