স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্স-এর মালিক, টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটককৃতরা হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন-সদর উপজেলার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪),নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুময়ের ছেলে মোশারফ (১৯),উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলম মিয়ার ছেলে মো. শিহাব আহমেদ (২০)।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, “অভিযানের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।” পুলিশ সূত্র জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনার আগে, গত ৭ মে ২০২৫ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা এবং মামলা-বাণিজ্যসহ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়। ফলে তিনি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা হারানো ব্যক্তিরূপে বিবেচিত হন।স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদাবাজির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বলেছে, বহিষ্কৃত নেতাদের বিষয়টি আন্দোলনের নীতি ও কাঠামোর সঙ্গে সম্পর্কিত। তবে প্রশাসন ইতিমধ্যেই চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে।জেলা পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী নিয়মিত পাহারা এবং অভিযান চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িতদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

