

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাতে পারে। তবে এসব সম্ভাব্য ষড়যন্ত্র বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আগত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় পর্যবেক্ষকদের অবহিত করেছেন যে, দেশের নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ও উৎসাহব্যঞ্জক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রেস সচিব আরও জানান, বৈঠকে আওয়ামী লীগ কিংবা তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনার মূল ফোকাস ছিল নির্বাচন আয়োজনের সামগ্রিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
শফিকুল আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ইইউকে ধন্যবাদ জানান। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে। কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া হবে না এবং প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সময় আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের নির্বাচন দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে যেমন ভূমিকা রাখবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭