ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার


জানুয়ারি ৫, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মো হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি:   সীতাকুণ্ড একটা জাহাজ ভাঙ্গার কারখানায দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন সীতাকুণ্ড কুমিরা ফায়ার সার্ভিস,সোমবার (৫ জানুয়ারি) সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার সাগর উপকূল থেকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত শ্রমিকরা হলেন সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। এর মধ্যে সাইফুল ইসলামের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করেন।তবে দুই শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। ফায়ার সার্ভিসের দাবি, ডাকাতের হামলায় ওই দুই শ্রমিক নিহত হয়েছেন। অপরদিকে শিল্প পুলিশ বলছে, জাহাজ বিচিংয়ের সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আল মামুন বলেন, নিহতরা কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড নামে একটি জাহাজভাঙা কারখানায় কর্মরত ছিলেন।কারখানা কর্তৃপক্ষের বরাতে তিনি বলেন, রাতে শ্রমিকরা একটি নৌকা (লাল বোট) নিয়ে উপকূলে কারখানাটি পাহারা দিচ্ছিলেন। এ সময় একটি ডাকাত দল কারখানায় প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেন।

তখন ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন শ্রমিকের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। অন্য শ্রমিকরা নৌকা থেকে সাগরে লাফ দিলে আরও একজনের মৃত্যু হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় আশরাফুল ইসলাম ও রুবেল হাসান নামের আরও দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধা জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।