মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় (র্যাব)-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন,সোমবার( ১৯ জানুয়ারী) সন্ধ্যার সময় র্যাবের ৭ এর একটি দল, সন্ত্রাসীদের ধরতে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের হঠাৎ গুলি, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলার মুখে পড়ে এক র্যাব সদস্য গুরুতর আহত হন।
পরবর্তীতে র্যাবের অন্য সদস্যরা পাল্টা ধাওয়া দিলে সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্য ধরে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। পরে পুলিশ, ও র্যাবের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর একজন র্যাব সদস্য মারা যান।চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। আহত সদস্য ও সোর্সকে উদ্ধার করা হলেও একজন র্যাব সদস্য নিহত হয় । তিনি আরও জানান, নিহত র্যাব সদস্যের নাম মোতালেব।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযান চলছে।স্হানীয়রা বলছেন, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং দীর্ঘদিনের দখল ও সন্ত্রাসী কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।গত বছরের আগস্টের পর থেকে জঙ্গল সলিমপুরে সশস্ত্র সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন। এর আগে র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একাধিকবার সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে বাহিনীর গাড়ি প্রবেশ করলেই পাহারাদাররা আগাম সংকেত দিয়ে দেয়, ফলে একক অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

