ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব


জানুয়ারি ১১, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত বা বাড়তি কোনো সুবিধা দিচ্ছে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইইউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি, কারণ এর আগে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। ইইউ মনে করেছিল যে, আগের তিনটি জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হয়নি বলেই তারা তখন পর্যবেক্ষণে অংশ নেয়নি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বর্তমানে দেশে একটি ভালো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে। সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে এবং সরকার কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

শফিকুল আলম সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। তার মতে, পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিসইনফরমেশন বা গুজব ছড়াতে পারে। তবে তিনি আশ্বস্ত করেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রেস সচিব বলেন, সরকার এবং নির্বাচন কমিশন (ইসি) উভয়েই মনে করছে যে, নির্বাচনের আগে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তিনি স্বীকার করেন যে, দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে দুয়েকটি হত্যাকাণ্ড বা সহিংস ঘটনার ঘটনা ঘটছে, তবে সরকার এসব ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গণভোটের বিষয়টিও আলোচনায় এসেছে। শফিকুল আলম বলেন, প্রয়োজনে অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন যে, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

এ সময় সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, পারিবারিক কলহের জেরেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়াই কিছু বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন, যা বিভ্রান্তি তৈরি করছে। ফয়েজ আহম্মদ এ ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।