

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে প্রবেশের পরপরই তারেক রহমান নিজে উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন বাস্তব ও সংগত কারণের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সরাসরি সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। এই দূরত্ব কমিয়ে আনতেই এবং গণমাধ্যমের সঙ্গে দলীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতেই বিএনপির পক্ষ থেকে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বরাবরই স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা রাখে দলটি।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরাও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মুক্ত পরিবেশে মতবিনিময়ের সুযোগ তৈরি হওয়াকে স্বাগত জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭