আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ও ডিলারশিপ বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন কৃষকরা। সুষ্ঠু বণ্টন নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কবিরপুর তিন রাস্তার মোড়ে ‘শৈলকুপাবাসী’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক কৃষক অংশ নেন। এ সময় সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শৈলকুপাবাসীর আহ্বায়ক ও কৃষক সংগঠক অ্যাডভোকেট লাবাবুল বাসার। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্ডুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তব্যে অংশ নেন কৃষক রাশেদ আহমেদ, আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান ও জহুরুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র প্রতিবছর পেঁয়াজসহ বিভিন্ন ফসলের মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছে। এতে প্রান্তিক ও সাধারণ কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, সরকার নির্ধারিত দামে সার কৃষকের হাতে পৌঁছায় না, মাঝখানে সিন্ডিকেটই সব লাভ লুটে নিচ্ছে।
সমাবেশ থেকে প্রকৃত কৃষকের ডাটাবেজ প্রণয়ন, সারের স্বচ্ছ ও ন্যায্য বণ্টন ব্যবস্থা চালু, সরকারি দামে সরাসরি কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকের জন্য সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
কৃষক নেতারা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

