ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইসাইকেল আরোহীর


জানুয়ারি ২৫, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের ভাটই এলাকার গাবলা নামক স্থানে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় মুফাজ্জেল মালিথা (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।স্থানীয়রা জানান, রবিবার সকালে নিয়মিত কাজের উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন মুফাজ্জেল। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংঘর্ষে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহত মুফাজ্জেল মালিথা স্থানীয় একজন পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে শৈলকুপা থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি বাড়ানো ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।