ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় জেলা প্রশাসকের সরাসরি বার্তা, আইনশৃঙ্খলা থেকে নির্বাচন—সব ইস্যুতে কঠোর প্রশাসনিক অবস্থান


জানুয়ারি ৬, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি, (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   শৈলকুপা উপজেলায় প্রশাসন ও সমাজের নানা স্তরের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নানামুখী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাসউদ। সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান।সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বাল্যবিবাহ, যৌতুক ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহলের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এসব সমস্যার স্থায়ী সমাধান শুধু আইন প্রয়োগে নয়, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় ডেঙ্গু প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মান উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।