মো:দুল্লাপ হোসেন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হিতামপুর গ্রামে গভীর রাতে মাদকবিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবাসহ ইমরান (২০)নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ইমরানের বাসা ফাজিলপুর।তার পিতার নাম মোঃআলমগীর।বৃহস্পতিবার গভীর রাতে শৈলকুপা পৌরসভার হিতামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। অভিযানে তার সঙ্গে ছিলেন পুলিশ টিম সহ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সে যে ১০ পিচ বিক্রির উদ্দেশ্য রেখে ছিল তা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে দাবি পুলিশের।উল্লেখ্য, গ্রেফতারকৃত ইমরান অনেক দিন আগে থেকে মাদক ব্যবসার সাথে জরিত। এই ইমরান কে ধরার জন্য পুলিশ বিভিন্ন ধরনের ওয়ে অবলম্বন করে।
কোন এক সোর্সের মাধ্যমে এ এস আই তরিকুল তার পুলিশ টিম নিয়ে তাকে অভিযান চালিয়ে তাকে আটক করে।শৈলকুপা থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।এদিকে, শৈলকুপায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

