স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৯। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।রবিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত অনুমান ১টার দিকে খবর পাওয়া যায় যে, শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার একটি আকাশমনি বাগানের ঝোপের মধ্যে একটি অস্ত্র লুকানো রয়েছে।খবরের ভিত্তিতে রাত প্রায় ১টা ২৫ মিনিটে র্যাব–৯, সিপিসি–৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে রাখা পরিত্যক্ত একটি এয়ারগান উদ্ধার করে।তবে উদ্ধার করা অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকানো হয়েছিল।র্যাব–৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মালিকানা ও উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।সংস্থাটি আরও জানিয়েছে, আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব–৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

