

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম হিরাজ মিয়া (৫৫)। তিনি ফরিদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা ইউনিয়নের আলাল মিয়া ও মুখলেছ মিয়া নামের দুই ইউপি সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ২০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ওসি আরও জানান, নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭