ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ; ‎প্রতিবাদে ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ


জানুয়ারি ৮, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:   লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কয়েক ঘন্টাব্যাপী ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি করেন ভুক্তভোগী এলাকাবাসী।

‎এদিকে অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনী গামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে পৌছে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। ‎সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিক্ষোভকারী ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত চার কিলোমিটার সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। ঠিকাধার নিম্নমানের উপকরণ ব্যবহার করায় রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ না নেয়া হলে স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।
আন্দোলনকারীরা জানান, অনিয়মের বিরুদ্ধে এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি তাদের। ‎অন্যথায় এলজিইডি অফিস ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন তারা।এ বিষয়ে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।