

স্টাফ রিপোর্টার: নিখোঁজের তিনদিন পর মেঘনা তিরে ব্লকের নিচ থেকে নুর আলমের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার(২১জানুয়ারি-২০২৬ ইং) মরদেহে থাকা আঘাতের চিহ্ন ও বিভিন্ন সূত্র ধরে যৌথ বাহিনী এক নারীসহ চারজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৬/০১/২৬ ইং সকাল থেকেই নুর আলম নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শনিবার ১৭/০১/২৬ ইং কমলনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তিনদিন পরে ২নং সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু এলাকার মেঘনা তিরে মাছ ধরতে যাওয়া লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানালে ব্লকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধারের পর শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসী এবং নিহতের পরিবার।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা কিংবা ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।এ ঘটনায় নিহত নুর আলমের পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭