

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য "Medical Tent and Help Center" স্থাপন করেছে "হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন- রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU)"। আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালীন আগতদের বিনামূল্যে সেবা প্রদান করছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সংগঠনটির পক্ষ থেকে প্রয়োজনীয় উপকরণ যেমন—ওটিসি (OTC) মেডিসিন, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
স্বাস্থ্যসেবার পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খাবারের দোকানগুলোর পরিচ্ছন্নতা ও নিরাপত্তা পর্যবেক্ষণে বিশেষ তদারকি চালায়। এ সময় তারা দোকান মালিক ও কর্মীদের খাবার ঢেকে রাখা এবং পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন।উক্ত কার্যক্রম চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান এবং সহকারী প্রক্টর ড. মো: গিয়াস উদ্দিন আহমেদ ব্যুথ পরিদর্শন করে বলেন যে "এই ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রশংসনীয়।পাশাপশি কর্মসূচির সহযোগিতার জন্য তাৎক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং পরবর্তীতে এ ধরনের কাজে পূর্ন সহযোগিতার আশ্বাস দেন।"হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইশতিয়াক আহমেদ রাফি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য রক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভর্তিচ্ছুদের এই সেবার ধারা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, "শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী পরীক্ষার দিনগুলোতেও আমাদের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাঙ্গীণ সহযোগিতা পেলে আমরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করতে পারব।"খাবারের দোকান তদারকি প্রসঙ্গে আহ্বায়ক নুসরাত ইসলাম আয়শা বলেন, "আমরা দোকান মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্ধারিত ন্যায্য মূল্যে খাবার বিক্রির বিষয়টি নিশ্চিত করতে তাদের উৎসাহিত করা হচ্ছে।"উক্ত কার্যক্রমে সহ সভাপতি মোঃ আহসান হাবিব, মিনা, সোহরাব, জুথি সহ হেল্থ অ্যান্ড ফুড সেফটি এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭