ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহীতে বাংলাদেশ ইকোনোমিক অলিম্পিয়াড-২০২৬ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে প্রায় ১ হাজার ৩ শ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তিনশো জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মাঈন উদ্দিন এবং অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক এ.এন.কে. নোমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. বায়েজিদ সরকার, পূবালী ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মাদ আলী এবং সিটি ব্যাংকের এ´টার্নাল অ্যাফেয়ার্স ব্রান্ড এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার রেজা ফয়জুল করিমপ্রমুখ।
অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইকোনোমিকস অতপ্রোতভাবে জড়িত। লেনদেনের ক্ষেত্রে আমাদেও দেশে এখনো ক্যাশে ট্রান্সিকশন হয়, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো সব ক্যাশলেস কার্যক্রম চালায়। আসন্ন দিনগুলোতে অর্থনীতি মেশিন লার্নিং নির্ভর হবে তাতে কোনো সন্দেহ নেই। অর্থ্যাৎ অর্থনীতিকে নিয়ন্ত্রন করবে প্রযুক্তি। ফলে সামনের দিনগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ইস্টারেস্টিং হবে। এই জায়গায় বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম ভালো অবদান রাখবে বলে মনে করি।
বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. বায়েজিদ সরকার বলেন, বাংলাদশের অর্থনীতির ভাষা হচ্ছে এদেশের মাটি ও মানুষ। কিন্তু আমাদের দেশে অর্থনীতি বিষয়কে খুব জটিল করে পড়ানো হয়। আসলে অর্থনীতির ডেফিনেশান এতটা কঠিন না। কারণ এই বিষয়টা অনেকটা অনুধাবনের। এই জায়গায় বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড দেশের অর্থনীতিকে বুঝার ক্ষেত্র তৈরি করেছে। আমরা নিজেকে চিনবো, আমার দেশকে এবং দেশের মাটিকে চিনবো, তাহলে আমাদের অর্থনীতি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা অর্থনীতি।
বাংলাদেশ ইকোনোমিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মানসুরুল ইসলাম বলেন, বাংলাদেশ ইকোনোমিক অলিম্পিয়াড-২০২৬ সারা বাংলাদেশে প্রায় ২ কোটি শিক্ষর্থী ও অবিভাবকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। এর মধ্যে ৫০ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, এর মধ্যে আবার রাজশাহী বিভাগের ৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে ৩০০ শিক্ষার্থী আজকে সকালে পরীক্ষায় অংশগ্রহন করেছে। আমি মনে করি আজকের এই পরীক্ষার্থীর সবাই একেকজন অর্থনীতিবিদ। প্রতি বছরই আমরা সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করার চেষ্টা করি।
গত বছর করেছিলাম দুইটা বিভাগে এবার চারটি বিভাগে করা হবে। আমরা বাংলাদেশের অর্থনীতিকে অনেক উচু জায়গায় নিয়ে যাব এই প্রত্যয় নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক এ.এন.কে. নোমান, পূবালী ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মাদ আলী ও সিটি ব্যাংকের এ´টার্নাল অ্যাফেয়ার্স ব্রান্ড এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার রেজা ফয়জুল করিম।
অনুষ্ঠানের শেষে অলিম্পিয়াড বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং তিন পর্বের চ্যাম্পিয়নদের ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। আজকের প্রতিযোগীতা জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অনার্স তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর আগে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নেওয়া কয়েকটি প্রশ্নের উত্তর দেন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এবারের আয়োজনের তত্ত্বাবধায়ক ছিলেন সাকিব আল হাসান। তিনি ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (সাংগঠনিক জেলা) প্রধান হিসেবে রয়েছেন।

