আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মুন্সীগঞ্জের সংসদীয় তিনটি আসনে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এর ফলে জেলায় মনোনয়ন দাখিলকারী ২৩ জন প্রার্থীর মধ্যে চারজন সরে দাঁড়ানোয় বর্তমানে তিনটি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৯ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী জানান, বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং একই সঙ্গে প্রতীক বরাদ্দ দেয়া হবে।মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে বৈধতা ফিরে পেয়েছিলেন তিনি।
মুন্সীগঞ্জ-২ আসনে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আমিনুল ইসলাম। উভয়েই ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান।এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

