স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকাল ৪টার কিছু সময় আগে তিনি রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ উপস্থিত হন। সেখানে তিনি জামাতের সঙ্গে পবিত্র আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তার মা, সাবেক এই সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
বেগম খালেদা জিয়ার স্মরণে ও তার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও দোয়া মাহফিলে অংশ নেন।
মসজিদের নারীদের জন্য নির্ধারিত পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি এবং কোকোর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও নিকটাত্মীয়রাও উপস্থিত ছিলেন।দোয়া ও মিলাদ মাহফিল ঘিরে মসজিদ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা জানান।

