ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


জানুয়ারি ১১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।‎গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের নিবারণ তন্ত্রবায় (৩৫) এবং সাজু গোয়ালা (২২)। র‌্যাবের সূত্রে জানা যায়, অভিযান চলাকালে তারা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।
‎র‌্যাব-৯-এর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সুরমা চা বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া গাঁজা পাটের বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।র‌্যাব-৯ সিলেট গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।