

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। আদমপুর ইউনিয়নের টুকারকান্দি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হিরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬ খ্রি.) অষ্টগ্রাম থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৭২ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টুকারকান্দি এলাকায় মাদক কারবার চলার তথ্য পাওয়ার পর পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। মাদক উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অষ্টগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ সফল অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭