

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যেই ক্রিকেটারদের অবস্থানে এসেছে নতুন মোড়। খেলোয়াড়দের বয়কটের কারণে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। পরিস্থিতির অবনতি হওয়ায় একই দিন বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতের ঘোষণা দেয়। এই সিদ্ধান্তে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
তবে নাটকীয় এই পরিস্থিতির মধ্যেই রাত সাড়ে ৮টার দিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এক বিবৃতিতে জানায়, শর্তসাপেক্ষে তারা শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত। কোয়াবের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্রিকেটারদের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তার পরিচালক পদ থেকে অপসারণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি যেন যথাযথভাবে চলমান রাখা হয়—এ দাবিও জানানো হয়।
কোয়াবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়েই তারা আগের কঠোর অবস্থান পুনর্বিবেচনা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নারী জাতীয় ক্রিকেট দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে। সামনে ছেলেদের জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপও চলমান। এমন গুরুত্বপূর্ণ সময়ে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে গেলে এসব দলের প্রস্তুতি ও মনোবলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কোয়াব।
এ ছাড়া বিপিএলকে বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করা হয়। কোয়াবের মতে, এই লিগ শুধু ঘরোয়া ক্রিকেটারদের জন্য নয়, বরং জাতীয় দলের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। তাই দেশের ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় তারা আগের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
তবে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেটাররা। একই সঙ্গে তার পরিচালক পদ নিয়ে বিসিবির ভেতরে যে প্রক্রিয়া চলমান রয়েছে, সে বিষয়ে বোর্ড যে সময় চেয়েছে, সেটুকু সময় দিতে তারা প্রস্তুত বলেও বিবৃতিতে জানানো হয়। তবে এই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে কোয়াব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন, সেটি ক্রিকেটারদের মনে গভীর আঘাত দিয়েছে। তাই ওই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা জরুরি বলে মনে করে ক্রিকেটাররা। কোয়াবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়া হলে এবং পরিচালক পদ সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে চলমান থাকলে তারা শুক্রবার থেকেই মাঠে নামতে প্রস্তুত।সব মিলিয়ে বিপিএল ও দেশের ক্রিকেট কোন পথে এগোয়, বিসিবি ও কোয়াবের আলোচনার ফলাফল কী হয়—তা এখন গভীর আগ্রহ নিয়ে দেখছে ক্রিকেটপ্রেমী ভক্ত-সমর্থকরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭