ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভালুকা বাজার মাছের আড়ৎ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন আপ ভালুকা’।রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ভালুকা পৌর সদরের বাজার এলাকার মাছের আড়তে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে মাছের আড়তের ভেতরের ড্রেন ও আশপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়, যা দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এই পরিচ্ছন্নতা কার্যক্রমে ক্লিন আপ ভালুকার সদস্যদের পাশাপাশি ভালুকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। সমন্বিত উদ্যোগে অল্প সময়ের মধ্যেই মাছের আড়ত এলাকা পরিচ্ছন্ন করে তোলা হয়।পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌরসভা প্রশাসক মো. ইকবাল হোসাইন। এ সময় তিনি এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও ক্লিন আপ ভালুকার উপজেলা কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন, ডেপুটি কো-অর্ডিনেটর রোমান আহমেদ নকিব, ডেপুটি কো-অর্ডিনেটর (মিডিয়া ও কমিউনিকেশন) নজরুল ইসলাম নাবিল, ডেপুটি কো-অর্ডিনেটর (ফিন্যান্স) হাসানুর রহমান হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর (প্রোপার্টি) শিব্বির আহমেদ ত্বকি, ডেপুটি কো-অর্ডিনেটর (ডকুমেন্টস) আইরিন খানম রিদাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লিন আপ ভালুকার পক্ষ থেকে জানানো হয়, ভালুকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তারা নিয়মিতভাবে বাজার, রাস্তা, ড্রেন ও জনসমাগমপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ২০১৯ থেকে ক্লিন আপ ভালুকা এসব কাজ করে আসছে।

