

ময়মনসিংহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনি আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা আসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিরোজ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন মেজর আশিক, ভালুকা ক্যাম্প; মো. সামসুজামান, কোম্পানি কমান্ডার র্যাব-১৪ ময়মনসিংহ; উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন; ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এনসিপির প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন আহমেদ, রুহুল আমীন মাসুদ, গোলজার হোসেন, উসমানগনি মাখন, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিগণ।
সভায় নির্বাচনি আচরণ বিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলেও আশ্বস্ত করা হয়।
উল্লেখ্য, ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (গণ অধিকার পরিষদ, ট্রাক), ফখর উদ্দিন আহমেদ (বিএনপি, ধানের শীষ), মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র, হরিণ), জাহিদুল ইসলাম (এনসিপি, শাপলা কলি) এবং মো. মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক)।
এদিকে গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সভা-সমাবেশ, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, সরকারি দপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পৌরসভাসহ জনবহুল এলাকায় ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।ভালুকা সংসদীয় এলাকায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ৯৩টি, মহিলা ৭টি ও পুরুষ ৭টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শ’ ৫৯ জন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭