ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

বিদেশ হতে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরী করছিলো যুবক বিপুল পরিমান সরঞ্জাম ও মেশিনসহ আটক


জানুয়ারি ১২, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ী প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জামসহ ফিরুজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ঢাকার বাসাবো এলাকার আবু তাহের এর ছেলে। উপজেলার দক্ষিন বেতকা গ্রামের তার খালু রশীদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবারহ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন বেতকা গ্রামে অভিযান চালিয়ে রবিবার ( ১১ জানুয়ারী ) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান ইয়াবা তৈরীর ক্যামিকেল উদ্ধার করে পুলিশ।স্থাণীয়রা জানান, দীর্ঘ ১০ বছর যাবৎ ঢাকায় অবস্থান করে ইয়াবাসহ মাদকের ব্যবসা করছিলো ফিরোজ (৩৭)। ঢাকায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হলে প্রায় ৫ বছর আগে সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিন বেতকা গ্রামে তার খালু রশিদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবাসহ মাদক ব্যবসা করতে থাকে। ৬/৭ মাস আগে সে হঠাৎ করে হংকং চলে যায়।

পরে সেখান হতে ইয়াবা তৈরীর মেশিন নিয়ে এসে তার খালুর বাড়ির পাকা ভবনের ভিতরে উক্ত মেশিন দিয়ে ইয়াবা তৈরী করে তা দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল। কুরিয়ার সার্ভিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ হতে তার কাছে ক্যামিক্যাল আসতো বলেও জানান স্থাণীয়রা।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, আটক ফিরোজের বাড়ি ঢাকার বাসাবো এলাকায় ।

৫ বছর যাবৎ সে বাসা ভাড়া নিয়ে দক্ষিন বেতকায় বসাবস করছেন। এরমধ্যে সে হংকং গিয়েছিলো । জিজ্ঞাসাবাদে ফিরোজ জানিয়েছে ইয়াবা তৈরীর মেশিন পত্র এবং ক্যামিকেল বিদেশ হতে এনেছে। সবেমাত্র ইয়াবা তৈরি করে বিক্রির চেষ্টা করছে। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত ফিরোজ আরো জানিয়েছে তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন তার সহযোগীদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।