

খাঁন রমিম: বিএনপির সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর ঢাকা জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২৬ইং তারিখে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম হারুন উর রশিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম-এর যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মোঃ মাজহারুল হক (বাবু)-কে সভাপতি, মো মাসুদ রানা-কে সাধারণ সম্পাদক এবং শাহ আলম-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও ঘোষিত ঢাকা জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত কমিটি এক (১) বছরের জন্য অনুমোদিত এবং এই সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সাইবার জগতে অপপ্রচার মোকাবিলা এবং বিএনপির আদর্শ ও গণতন্ত্রের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা জেলায় জিয়া সাইবার ফোর্সের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭