ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

বাহুবলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


জানুয়ারি ৪, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর বিশেষ অভিযান চালিয়ে বাহুবল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ সময় সদর ইউনিয়নের বাহুবল গ্রামে নিজ বাড়ি থেকে নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) ওই গ্রামের নেপাল চন্দ্র দেবের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও এলাকার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়-অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।