স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর বিশেষ অভিযান চালিয়ে বাহুবল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় সদর ইউনিয়নের বাহুবল গ্রামে নিজ বাড়ি থেকে নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) ওই গ্রামের নেপাল চন্দ্র দেবের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও এলাকার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়-অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

