

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের প্রার্থিতাও পুনর্বহাল করা হয়েছে। আপিল শুনানিতে কমিশনের এই সিদ্ধান্তের ফলে উভয় প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল, তা সম্পূর্ণভাবে দূর হলো।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন এই রায় দেয়। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে উভয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সফল হন তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা শুনানি চলছে। এসব শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সব সদস্য উপস্থিত থেকে আবেদনকারীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করছেন।
ইসি সূত্র আরও জানায়, আপিল শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যেই ঢাকা-৯ আসনের তাসনিম জারা এবং কক্সবাজার-২ আসনের হামিদুর রহমান আযাদের আপিল নিষ্পত্তি করা হয়। শুনানি শেষে কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের পথ সুগম হয়।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, পর্যায়ক্রমে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ঘোষিত সূচি অনুযায়ী—
তিনি আরও জানান, অবশিষ্ট আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
নির্বাচন কমিশনের চলমান এই আপিল শুনানির মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যেই আরও বহু প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে। ফলে নির্বাচনী মাঠে কারা থাকছেন এবং কারা বাদ পড়ছেন—তা স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭