

স্টাফ রিপোর্টার: পাবনা জেলার পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আসন দুটির নির্বাচন স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার এই দুটি আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচনী এলাকা নম্বর ৬৮ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২ আসনের সীমানা নিয়ে একটি মামলা চলমান থাকায়, এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভোটগ্রহণসহ সংশ্লিষ্ট সব ধরনের নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আদালতের নির্দেশনার আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন-পরবর্তী নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী, এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাঠপর্যায়ে নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। পাশাপাশি নির্বাচন স্থগিত থাকার সময়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা, প্রশাসনিক প্রস্তুতি বা ভোটগ্রহণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা না করার নির্দেশও দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে পাবনা জেলার এই দুটি আসনের প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এবং প্রয়োজন হলে নতুন করে তফসিল ঘোষণা করা হতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭