ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬

নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও কোচিং ফি নিয়ে অনিয়মের অভিযোগ


জানুয়ারি ৪, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা এবং হিসাববিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সরকারি নির্ধারিত ফি হলো—বিজ্ঞান বিভাগে প্রায় ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা (হিসাববিজ্ঞান) ও মানবিক বিভাগে প্রায় ২ হাজার ৩১৫ টাকা। ফলে সরকারি ফি’র তুলনায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বিদ্যালয়ে কোচিংয়ের নামে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে তিন মাসে ৩ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, কোচিং কার্যক্রম কার্যত বাধ্যতামূলক করা হয়েছে। কোচিংয়ে অংশ না নিলে বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হচ্ছে।অভিযোগে আরও বলা হয়, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকেও অর্থের বিনিময়ে তাদের এসএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, যা শিক্ষা বোর্ডের নীতিমালার সরাসরি লঙ্ঘন।

এ বিষয়ে আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী নাদিমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাকমান আলী বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তা যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।