ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন, জব্দ বালু নিলামে বিক্রি


জানুয়ারি ১৪, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।‎গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকলে “বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী পরিচালিত অভিযানে তিনজন শ্রমিককে নদী থেকে বালু উত্তোলনের সময় আটক করা হয়। এ সময় উত্তোলিত বালু জব্দ করা হয় এবং শ্রমিকদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
‎জব্দকৃত আনুমানিক আঠারো(১৮)হাজার ঘনফুট বালু পরদিন সকালে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা ছালেক মিয়ার কাছে বিক্রি করা হয়। বালু উত্তোলনের জন্য ছালেক মিয়াকে এক লাখ পঁচিশ হাজার পাচশত (১,২৫,৫০০)টাকা পরিশোধ করতে সময় দেওয়া হয়েছে।‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদীর সুরক্ষার জন্য অনুমতি ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।